আব্দুল আলীম: মাটির সুরের শ্রেষ্ঠতম আশ্রয়

আব্দুল আলীম: মাটির সুরের শ্রেষ্ঠতম আশ্রয়

বাবা গ্রামোফোন আনেন ঘরে। অবাক হয়ে সেই যন্ত্র দেখেন বালক আব্দুল আলীম। মুগ্ধ হয়ে গান শোনেন। এক-দুটি গান মুখস্থও হয়ে যায়। কারো সামনে গাইতে লজ্জা পান। চলে যান খোলা মাঠে। গলা ছেড়ে গান ধরেন। কলের গানে শেখা গান ফুটে ওঠে বালকের গলায়।

২৭ জুলাই ২০২৫